শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৮:৪৫ পিএম

চাকসু নির্বাচন: ৫ ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৮:৪৫ পিএম

চাকসু ভবন। ছবি- সংগৃহীত

চাকসু ভবন। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে পাঁচটি অনুষদ ভবনকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি গোপন ভোটকক্ষ থাকবে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি জানান, নির্বাচনের জন্য পাঁচটি অনুষদ ভবনকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২টি করে গোপন ভোটকক্ষ থাকবে। ফলে সর্বমোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ৬০টি। প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট অনুষদের ডিন রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন করে কমিশনার রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতা করবেন।

কোন কেন্দ্রে কারা ভোট দেবেন

চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার থাকছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। এখানে প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ড. মুহাম্মদ ইউনুস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেছা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬১৬ জন।

শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন (কলা ও মানববিদ্যা অনুষদ নতুন ভবন) কেন্দ্রে ভোট দেবেন শাহজালাল হল, এ. এফ. রহমান হল ও আলাওল হলের ৫ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সূর্য সেন হলের ৪ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন। এছাড়া সবচেয়ে কম ভোটার থাকছে আইটি অনুষদ ভবন কেন্দ্রে। এই কেন্দ্রে সোহরাওয়ার্দী হলের মোট ৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।

রূপালী বাংলাদেশ

Link copied!