বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযোদ্ধাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পাঁচ-ছয়জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে এসেছেনÑ তাদের কথায় সংবিধান পরিবর্তন হতে পারে না। তাদের দুই-চারজনের অভিমত কখনো সংবিধানের ওপরে অগ্রাধিকার পেতে পারে না।’
মেজর হাফিজ বলেন, ‘বাংলাদেশ নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদের সজাগ হতে হবে। অনেকে বৃদ্ধ কিন্তু আপনারা তো ট্রেনিং জমা দেননি।’
‘মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করা হবে’: প্রতিবেশী কোনো দেশ বা অন্য কেউ যেন বাংলাদেশকে ‘রক্তচক্ষু’ দেখাতে না পারে, সে জন্য বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন মুক্তিযোদ্ধা হাফিজ। তিনি বলেন, ‘বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায়, আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। ৬ কোটি লোকের দেশ মিয়ানমার, ১৮ কোটি লোকের দেশ বাংলাদেশের ওপর হামলা করতে চায়। ১১ লাখ রোহিঙ্গা আমাদের ওপর তারা চাপিয়ে দিয়েছে। ওরা বিভেদ সৃষ্টি করছে: শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রসঙ্গ ধরে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রক্ষমতায় দৃশ্যমান হয়ে অনেকেই ‘বিভেদ’ সৃষ্টি করেছে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার বর্তমান সম্পর্কের প্রসঙ্গ টেনে বিগত বিএনপি সরকারের এই মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আজকে তার প্রতিদানে তারা কী বলছেÑ ‘দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ’। এ জন্য কি এদের মন্ত্রী বানিয়েছিলাম আমরা?’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন