সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত ১৬ জনকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, আব্দুল লতিফ সিদ্দিকী (৭৫), মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), শেখ হাফিজুর রহমান কার্জন (৫৫), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
বেলা ১১টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কয়েকজন আসেন এবং অনুষ্ঠানে উপস্থিতদের আওয়ামী লীগের নেতা-কর্মী দাবি করে আটক করে। এসময় সংঘর্ষে কয়েকজন আহত ও জখম হন। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন