জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া এই প্যানেলের ঘোষণা করেন।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আঞ্জুমান আরা ইকরা।
অন্যদিকে অভ্যন্তরীণ গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া। এ কারণে তিনি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
ছাত্রদলের প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন হিসেবে মো. তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক, জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মো. মমিনুল ইসলাম মনোনীত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য (নারী) হিসেবে মনোনীত হয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম। কার্যকরী সদস্য (পুরুষ) হিসেবে মনোনীত হয়েছেন হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।
স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী জাবি ছাত্রদল সদস্য
এদিকে অভ্যন্তরীণ গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া। এ কারণে তিনি জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জুলাই শহিদদের স্মরণে নির্মিত দেশের প্রথম স্মৃতিস্তম্ভ ‘বিজয়-২৪’ এর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ফারিয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে অনন্যা ফারিয়া বলেন, জাকসুতে প্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিতÑ কোনো শিক্ষার্থীর অধিকার যাতে ক্ষুণœ না হয়। কিন্তু রাজনৈতিকভাবে কোনো প্যানেল থেকে অংশ নিলে নিজের নৈতিকতার জায়গা ধরে রাখা কঠিন হয়ে যেত। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমার উপলব্ধি হয়েছে, নতুন দিনের রাজনীতি হতে হবে লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতিমুক্ত এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য নিবেদিত।
তিনি আরও বলেন, আমি প্রথমে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যে প্যানেল শিক্ষার্থীবান্ধব হতে পারছে না, বরং ‘কে কার ম্যান’Ñ এই গ্রুপিংয়ের মধ্যে ব্যস্ত, সেখানে থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করা সম্ভব নয়। তাই নৈতিকতার জায়গা থেকে আমি স্বতন্ত্র প্রার্থিতা বেছে নিয়েছি।
অনন্যা ফারিয়া জানান, তাকে ছাত্রদল থেকে জিএস ও এজিএস পদে মনোনয়ন ফরম তুলতে বলা হয়েছিল। কিন্তু ক্যাম্পাসভিত্তিক গ্রুপিংয়ের কারণে প্যানেল শিক্ষার্থীবান্ধব হতে ব্যর্থ হয়েছে। তাই তিনি স্বাধীনভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জাকসুতে নির্বাচিত হলে কোনো শিক্ষার্থী যেন কোনো গোষ্ঠীর খেলার ঘুঁটি না হয় এবং কোনো সিন্ডিকেটের হয়ে কাজ করতে বাধ্য না হয়, সে বিষয়ে কাজ করব। আমরা যে কাচ ভেঙেছি জুলাইয়ে, সেই চর্চা অব্যাহত রাখার জন্য আমি শিক্ষার্থীদের হয়ে লড়াই চালিয়ে যাব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন