ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য এদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়।
এ ছাড়া সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৫৮২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৩২৩ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫৮৮ টাকা, ১৬ কেজি ১ হাজার ৬৯৪ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯০৬ টাকা, ২০ কেজি ২ হাজার ১১৭ টাকা, ২২ কেজি ২ হাজার ৩২৯ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬৪৭ টাকা, ৩০ কেজি ৩ হাজার ১৭৬ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৪৯৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭০৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৪ হাজার ৭৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৮.১৫ টাকায় সমন্বয় করতে আদেশ দিয়েছে বিইআরসি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন