এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে দুটি সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়ে ফের উড়াল দেন অস্ট্রেলিয়া। মাঝে চুপিসারে দেশে এসে একদিন থেকেই চলে যান। অনেক দিন ধরেই তার ফেরার খবর নেই।
নতুন খবর হচ্ছে, আগামী নভেম্বরে ক্যামেরার সামনে ফিরবেন শাবনূর। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে দীর্ঘ অনেক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। এ নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হৈ চৈ পড়ে যায়।
শাবনূর প্রথম ধাপে সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। গত বছরের ৮ আগস্ট দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে শাবনূর অস্ট্রেলিয়া থেকে আসেননি, ক্যামেরার সামনে দাঁড়াননি। এই চলচ্চিত্রের ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নির্মাতা আরফাত রূপালী বাংলাদেশকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘শাবনূর আপার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। গত বছর আগস্টে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে আসতে পারেননি। আগামী নভেম্বরে ডেট দেওয়া আছে, আশা করছি নির্ধারিত সময় শুটিং শুরু করতে পারব।’
সময় লাগার কারণ জানিয়ে আরাফাত বলেন, ‘আপা আমাকে বলছেন, একটু সময় যদিও লাগছে আমরা সিনেমাটা করব। আমার মনে হচ্ছে যেহেতু আমাদের এই সিনেমাতে চরিত্র দুইটা, সামনে গান ও কিছু দৃশ্যে আপার ওজন কম দরকার; এজন্য উনি হয়তো নিজেকে ফিট করছেন।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন