বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৩১ এএম

শুল্ক ঝড়ের মধ্যেও পোশাক রপ্তানি বেড়েছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৩১ এএম

পোশাক রপ্তানি

পোশাক রপ্তানি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ৯.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১৩ কোটি ৬ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে আয় হয়েছিল ৬৫০ কোটি ৪৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ৩৯৪ কোটি ৯৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৯ দশমিক ১১ শতাংশ বেড়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ৩৬২ কোটি ১ লাখ ডলার। এ ছাড়া ৩১৮ কোটি ৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ২৮ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ২৮৮ কোটি ৪৩ লাখ ডলার। 

ইপিবির প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি হয়েছে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম মাসে ৬ কোটি ৮১ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ২১৭ কোটি ৮৬ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ২৬ দশমিক ১ শতাংশ বেশি। এ ছাড়া ১৭৮ কোটি ৩৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। এদিকে সদ্য বিদায়ী আগস্ট মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৩২ কোটি ৫৯ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৭৭ কোটি ১১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এ ছাড়া ১৩৯ কোটি ৬৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৮৬৮ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬১ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৭৮৫ কোটি ২৭ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষিপণ্য, চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ১২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৯০ লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ। জুলাই-আগস্ট মাসে রপ্তানি হয়েছে ২২ কোটি ৮৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এ ছাড়া কৃষিপণ্যের রপ্তানি আয় ৩ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ডলারে। এদিকে সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ইনামুল হক খান বলেন, ‘সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে তুলনামূলক কম পণ্য রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক এড়াতে গত জুলাইয়ে অনেক পণ্য জাহাজীকরণ হয়েছে। স্থগিত থাকা অনেক পণ্যও রপ্তানি হয়েছে। সে কারণে গত দুই মাসে বেশ ভালো রপ্তানি হয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে ইনামুল হক খান বলেন, ‘ভারত ও চীনের চেয়ে পাল্টা শুল্ক কম হওয়ায় আমরা সুবিধাজনক অবস্থান রয়েছি। ফলে মার্কিন ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছি। চীন থেকে অনেক ক্রয়াদেশ স্থানান্তরিত হবে।’ সব মিলিয়ে ব্যবসা মন্দ নয় বলে মন্তব্য করেন তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!