ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

যাত্রাবাড়ী থানা থেকে লুট  হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৪২ এএম
জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া পুলিশের আটটি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। 

তিনি বলেন, গত ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার বিবিরবাগিচা এলাকা থেকে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া চারটি সাউন্ড গ্রেনেড উদ্ধারসহ মোহাম্মদ ফয়সাল খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে সাউন্ড গ্রেনেডের কোনো সিরিয়াল নম্বর না থাকায় এগুলো কোন থানা থেকে লুট হয়েছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরও বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়ায় মাঝিরকান্দি এলাকা থেকে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্র লুট হয়ে একটি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের সিরিয়াল দেখে বোঝা যায়, যাত্রাবাড়ী থানা থেকে এই অস্ত্র লুট হয়েছে।