ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

যাবজ্জীবন কারাদণ্ড 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:২৬ এএম
লালমনিরহাট

লালমনিরহাটে রজনী কান্ত অধিকারী (৩৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রজনী কান্ত অধিকারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার অতুল অধিকারীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে র্যাব-১৩ হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রজনী কান্ত অধিকারীকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় রজনীর বিরুদ্ধে একটি মামলা করে র্যাব। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করেন।