মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩টি লাইব্রেরিতে ২০টি করে বই বিতরণ করা হয়। গতকাল বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব বই বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন। আলোচনা পর্বে বই পড়া সম্পর্কে মূল বক্তব্য দেন কবি, লেখক ও গবেষক আহমদ সিরাজ। এ ছাড়া বক্তব্য দেন, প্রধান শিক্ষক সুলেমান আলী, ধীরেন্দ্র কুমার সিংহ। এ সময় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ৩টি লাইব্রেরির কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন