বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুরে পানিতে ডুবে আরহাম হাওলাদার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে গৌরনদী হোমিওপ্যাথিক কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরহাম উজিরপুর উপজেলা সদরের টেম্পুস্ট্যান্ড সংলগ্ন এলাকার সজীব হাওলাদারের ছেলে। সে নানাবাড়ি উত্তর বিজয়পুরে বেড়াতে এসেছিল। স্থানীয়রা জানান, কলেজ মাঠ থেকে মাটি কেটে ভবনের মেঝে ভরাটের কারণে সেখানে একটি ডোবা তৈরি হয়। খেলার ছলে আরহাম সেখানে পড়ে যায় এবং ডুবে মারা যায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অজান্তে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন