প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণহত্যাকারীরা নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামী ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। গত বৃহস্পতিবার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত কানাডায় প্রবাসী ভোটারদের জন্য স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনের প্রতীক হিসেবে এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন। কানাডা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবার সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা মনে করেন, সরকারের এ অভূতপূর্ব উদ্যোগ রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি সম্মান আরও বাড়িয়েছে।
অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো দেশের নাগরিকরা যেখানেই থাকুক না কেন, সবাই যখন অংশগ্রহণের সুযোগ পায় তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়।
সিইসি আরও বলেন, ‘প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবেই তাদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। আজ সে প্রক্রিয়ায় আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার আরও সহজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন সিইসি নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন।’
নতুন এ কর্মসূচির আওতায় এখন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ, ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের আরও কয়েকটি দেশের মতো কানাডা থেকেও ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে বিভিন্ন প্রদেশে বসবাসরত বাঙালিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ সুযোগ করে দেওয়ার জন্য তারা বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
জানা গেছে, এবার প্রথমবারের মতো অন্তত ৪০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশের উন্নয়নে রেমিট্যান্স পাঠিয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। গেল বছর গণঅভ্যুত্থানেও তাদের অগ্রণী ভূমিকা ছিল। প্রবাসীদের প্রতি এ সম্মান দেখানো অত্যন্ত গৌরবের বলে মনে করছেন অনেকে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন