ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ইদুর মারার বিষ বুলেট প্রয়োগ করে প্রায় ৩ হাজার ৫০০ হাঁস নিধনের ঘটনা ঘটেছে। গত শনিবার ভোরে এ ঘটনা স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, টেকানগরের কয়েকজন খামারি দীর্ঘদিন ধরে হাঁস পালন করে আসছিলেন। শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মো. শামসু মিয়ার খামারের খাদ্য বা পানিতে বিষ মিশিয়ে দেয়। এতে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। সকালে খামারিরা এসে দেখেন খামারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে হাজারো মৃত হাঁস।
ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া বলেন, ‘আমি এগারো বছর ধরে হাঁস পালন করছি। এভাবে এক রাতে সব শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ চাই।’
ভুক্তভোগীর ভাই বলেন, আমার বড় ভাই ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে এই খামার করেছে, এখনো দেনা পরিশোধ করতে পারে নাই। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
এ ব্যাপারে নাসিরনগর থানা পুলিশের ডিউটি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত খামারিরা দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন