চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ফার্মে ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল। গত শনিবার গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ‘মাসুদ ডেইরি পোলট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মুখোশধারী ডাকাত দল খামারে প্রবেশ করে প্রথমে নৈশপ্রহরী সাইফুদ্দিনকে জিম্মি করে। এরপর একে একে শ্রমিক মংসিং থোই (৩৫), হযরত আলী (৪০), শামশুল আলম (৫৫) ও শহীদুল্লাহ ম-লকে (৪২) হাত-পা বেঁধে নির্মমভাবে পেটাতে থাকে। খামারের ক্যাশিয়ার নুরুল আজিজ বলেন, ‘আমরা প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে বাড়ি চলে যাই। রাতে ডাকাত দল এসে শ্রমিকদের জিম্মি করে অফিস থেকে ১ লাখ ৭২ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করতে অফিসের সিসিটিভি ক্যামেরার ডিভাইসও নিয়ে গেছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন