রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি বাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য ড. মো. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশেদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। উপাচার্য বলেন, ইউজিসি থেকে একসঙ্গে ৭টি বাস পাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি। শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীরা বড় উপকৃত হবে এ বাসের মাধ্যমে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন