রাজধানীর আদাবরে স্থানীয় ‘রাজু গ্রুপ’ ও ‘বেলচা মনির গ্রুপে’র মারামারিতে নিহত হন রিপন ওরফে নিপু। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন। তিনি জানান, আদাবরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর সকালে আদাবর ১৭ নম্বর এলাকার রাজু গ্রুপ ও ১০ নম্বর এলাকার বেলচা মনির গ্রুপের মধ্যে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে মারামারি হয়। সে সময় বেলচা মনির গ্রুপের লোকজন রাজুর চাচাতো ভাই রিপনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন