মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:১৬ এএম

ছড়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:১৬ এএম

ছড়া

টিয়ে ছড়ায় গুজব 
মো. আশতাব হোসেন 

ঘোড়ায় নাকি ডিম পেরেছে 
বলল এসে টিয়ে, 
আন্ডা দেখতে হালুম এলো
বনের পশু নিয়ে। 

ঘোড়ার পিছে বনের হালুম
আন্ডা খুঁজে না পায়,
ঘোড়ার  লাথি খেয়ে বাঘটি
দাঁতগুলো সব হারায়। 

এবার বাঘে রেগে বলে
গেলাম আমি মরে, 
তোরা কিন্তু বদলা নিবি 
টিয়ে পাখি ধরে। 

অন্য বাঘে বলে হাধা
কে যায় ঘোড়ার পিছে? 
টিয়ে পাখি উড়াল দিল
প্রচার করে মিছে।

কাশের সারি
সাদমান হাফিজ শুভ

শরৎ এলে কাশের সারি
ভরে নদীর বাঁক,
ধরার বুকে নামে যেন
মেঘ পরিদের ঝাঁক।

তুলোর মতো নরম গায়ে
রোদের ঝিলিক মাখে,
ঝিকিমিকি রূপের রঙে
হাসির ছবি আঁকে।

দল বেঁধে যায় শিশু-কিশোর
মাতায় কাশের বন,
ফুলে-ফুলে ছুঁয়ে দিয়ে
নেচে ওঠে মন।

তিড়িং-বিড়িং ফড়িং নাচে
কাশফুলেরই গায়,
পিছু নিয়ে খোকা-খুকু
আনন্দে হারায়।

...


পুজোর গন্ধ
হানিফ রাজা

আর কটা দিন পরে আসছে দুর্গা দেবী বাড়ি,
ঢাকের ঢাকে পড়ল কাঠি, লাগছে খুশি ভারি।
পুজোর গন্ধ ঘরে ঘরে,
মা ফিরেছেন বছর পরে।
অশুর বলি হবে এবার, হবে ভুবন ছাড়ি।

...

আঁকিবুঁকি 
আলমগীর কবির 

ভাই আঁকে কি আঁকার খাতায়
কাজল মেঘের মিনার,
উড়তে উড়তে মেঘ ছুঁয়ে যায় 
দূর পাহাড়ের কিনার। 

বোন আঁকে কি সারি সারি 
সাদা মেঘের বাড়ি, 
ছুটল কোথায় আজ মেঘেরা
চড়ে হাওয়ার গাড়ি? 

ভাই আঁকে কি দস্যি মেঘের 
ইচ্ছে রঙের ডানা,
মেঘ যদি পায় ডানা তখন
শুনবে কি আর মানা?

বোন আঁকে কি আঁকার খাতায় 
টাপুর টুপুর বৃষ্টি, 
বৃষ্টি নাচে পাতায় পাতায় 
মায়ের হাসি মিষ্টি। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!