সড়ক দুর্ঘটনায় আহত হয়েও থেমে থাকেনি আনন্দ সাহার বিয়ে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের শয্যাতেই অনুষ্ঠিত হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা।
পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় নির্ধারিত লগ্নেই সম্পন্ন করেন বিয়ের সব রীতি। হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শয্যাশায়ী বর আর পাশে উপস্থিত কনে, ভালোবাসা ও প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল সেই বিশেষ মুহূর্ত।
হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম জানান, আনন্দ সাহা মানিকগঞ্জ সদরের বাসিন্দা। মোটরসাইকেল দুর্ঘটনায় তার দুই হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। নির্ধারিত বিয়ের তারিখে পরিবার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে চিকিৎসকদের পরামর্শে বিশেষ ব্যবস্থায় বিয়ে সম্পন্ন করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন