এখন থেকে বাংলাদেশের বাজারে মিলবে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড বার ও আল্ট সাউন্ড সিস্টেম এফওয়াইটুফাইভ সিরিজের পণ্য। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে পণ্য তিনটি বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, প্রোডাক্ট ম্যানেজার মেলিসা ট্যান ও লিয়ান শিয়ে এবং সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার টিভি প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন