ঢাকার নগর পরিবহনে মেট্রোরেল এনেছে গতি। নগরবাসীকে দিয়েছে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের স্বস্তি। তবে রাজধানীর বিভিন্ন স্টেশনের আশপাশের অব্যবস্থাপনা এখন যাত্রীদের নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওপরে ঝাঁ চকচকে হলেও নিচে তার উল্টো চিত্র। মেট্রোরেল স্টেশনের নিচে ফুটপাত ও সড়ক দখল করে বসানো হয়েছে খাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নানাবিধ দোকানপাট।
এ ছাড়া আছে রিকশা আর সিএনজি অটোরিকশার জটলা। আরামের যাত্রা শেষে মেট্রো স্টেশন থেকে নামলেই যাত্রীরা পড়ে ভোগান্তিতে। স্টেশনগুলোয় ওঠা ও নামার ক্ষেত্রে একই সমস্যার মুখোমুখি হতে হয় যাত্রীদের। এসব স্থানে দিনভর লেগে থাকে যানবাহনের জটলা। কর্তৃপক্ষ নানা সময়ে উচ্ছেদ অভিযান চালালেও কয়েক দিন পর আবারও দখল হয়ে যায় এসব ফুটপাত ও রাস্তা। যাত্রীদের ভাষ্য, মেট্রোরেল সময় বাঁচালেও নিচের অব্যবস্থাপনা সেই স্বস্তি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে। সম্প্রতি তোলা দখলের কবলে চলে যাওয়া মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচের চিত্র।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন