বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:২৪ এএম

নারী ওয়ানডে বিশ্বকাপ

শারমিনের চোখে সেঞ্চুরির স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:২৪ এএম

শারমিনের চোখে সেঞ্চুরির স্বপ্ন

শুরু হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ নারী দলের। এবারের বিশ^কাপে সেঞ্চুরি হাঁকানোর স্বপ্ন বাংলাদেশের সময়ের সেরা ব্যাটার শারমিন আক্তারের। ৪৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৮টি ফিফটির ইনিংস রয়েছে তার। এরই মধ্যে দুবার নব্বইয়ের ঘরে (৯৬ ও ৯৪*) গিয়েও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে বিশ^কাপের বড় মঞ্চে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি হাঁকাতে চান শারমিন।

গত এক বছর ধরে ব্যাট হাতে অসাধারণ সময় কাটছে শারমিনের। দলে ফেরার পর অন্য এক শারমিনকে দেখা গেছে। আগের চেয়ে ব্যাটিংয়ে এই ব্যাটার অনেক গোছানো, আগ্রাসী ও কার্যকর। টেম্পারমেন্ট ও শটের রেঞ্জ বেড়েছে চোখে পড়ার মতো। তার পারফরম্যান্সেই সেটির প্রমাণ। জাতীয় দলে ফেরার পর ১১টি ওয়ানডে ম্যাচ খেলে ৫টি ফিফটি করেছেন তিনি। ফিফটির কাছে গিয়ে ফিরেছেন দুই ম্যাচে। আরও তিন ম্যাচে থেমেছেন ২০ পেরিয়ে। দুই অঙ্কের নিচে আউট হননি একবারও। আগের ৩৪ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ছিল স্রেফ ১৬.৫২, স্ট্রাইক রেট ছিল ৪৬.৭১। ফেরার পর এই ১১ ম্যাচে তার গড় ৫৬.৬০, স্ট্রাইক রেট ৭৪.৩১। এই সময়ে তার টি-টোয়েন্টি ব্যাটিংয়েও দেখা গেছে উন্নতির ছাপ। বিশ^কাপ শুরুর আগে আইসিসি ডিজিটালকে তিনি বললেন, রানের এই ধারা ধরে রাখতে চান তিনি বৈশ্বিক আসরেও।

শারমিন বলেন, ‘গত দুই-তিনটি সিরিজে আমার দারুণ সময় কেটেছে। দলের জন্য সেভাবেই অবদান রেখে যেতে চাই। যা করেছি আসছি, সেটিই করতে চাই এবং প্রক্রিয়া ধরে রাখতে চাই।’ তিনি আরও বলেন, ‘প্রথম সেঞ্চুরির দেখা পেতে নিজেকে আরেকটু ছাড়িয়ে যেতে হবে আমার। সেঞ্চুরিটি বিশ্বকাপে পেলে তো দারুণ হবে! সর্বোচ্চ চেষ্টা করছি আমি, ভুল থেকে শিখছি প্রতিবারই। প্রতিটি ভুল থেকেই শিখে পরেরবার কাজে লাগানোর চেষ্টা করছি। আমার দলের জন্যই এটি (সেঞ্চুরি) করতে চাই। আমি ভালো করতে পারলে দলের জন্যও তা আরও ভালো হবে। সেঞ্চুরি করতে পারলে গোটা জীবনের জন্য স্মরণীয় কিছু হবে।’

কলম্বোয় গত বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। গত বিশ্বকাপে এই একটি দলকেই হারাতে পেরেছিল তারা। এবার দেশ ছাড়ার আগে বাংলাদেশ নারী দলের কোচ সরওয়ার ইমরান বলে গেছেন, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ে চোখ থাকবে তাদের। সেই ম্যাচ দুটির কথা আলাদা করে বললেন শারমিনও। তিনি বলেন, ‘(পাকিস্তানের বিপক্ষে) আগের সাফল্যের স্মৃতি অবশ্যই ইতিবাচক তাড়না ও প্রেরণা জোগায়। সেখান থেকে আত্মবিশ্বাস মেলে।’ তিনি আরও বলেন, ‘গত বিশ্বকাপে কয়েকটি ম্যাচে আমরা অনেক ভালো খেলেছিলাম, কিন্তু একটুর জন্য হেরে গেছি। যেমনÑ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বিশ্বকাপে শ্রীলঙ্কা ছিল না, এবার আছে। ওদের সঙ্গেও আমাদের সব সময় ভালো লড়াই হয়।’

রূপালী বাংলাদেশ

Link copied!