আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হয়েছে গত ৩০ সেপ্টেম্বর থেকে। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এই মিশনের শুরুতেই তাদের প্রতিপক্ষ পাকিস্তান। গত বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই এই পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার টুর্নামেন্টের শুরুর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে যাত্রা করতে চান নিগার সুলতানা জ্যোতিরা। জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হবে।
সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচে তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে সবশেষ ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজ বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ছন্দে ফিরবে লাল-সবুজের জার্সিধারীরা।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ নারী দল। এবার পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত তারা। এবারের বিশ^কাপে স্মরণীয় কিছু করে দেখানোর লক্ষ্য তাদের। এবার দ্বিতীয়বার বিশ^কাপে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম টার্গেট পাকিস্তান। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘এবার যেন আমরা বিশেষ কিছু করতে পারি, সেটাই প্রত্যাশা।’ বিশেষ কিছু করতে চাওয়ার প্রত্যয় নিয়ে ২৩ সেপ্টেম্বর বিশ^কাপ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘ক্যাপ্টেনস ডেতে’ জ্যোতি বলেন, ‘এটা আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ^কাপ। আগে আমরা অনভিজ্ঞ ছিলাম এবং বড় ইভেন্টে জেতার ক্ষেত্রেও অপরিচিত ছিলাম। তারপর থেকে দেশে ও দেশের বাইরে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। এখন আমরা জানি, এসব টুর্নামেন্টে কীভাবে ম্যাচ জিততে হয়।’ গত বিশ^কাপে এই একটি দলকেই হারাতে পেরেছিল বাংলাদেশ। এবার দেশ ছাড়ার আগে বাংলাদেশ নারী দলের কোচ সরওয়ার ইমরান বলে গেছেন, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ে চোখ থাকবে তাদের। সেই ম্যাচ দুটির কথা আলাদা করে বললেন শারমিন আক্তারও। এই অভিজ্ঞ ব্যাটার বলেন, ‘(পাকিস্তানের বিপক্ষে) আগের সাফল্যের স্মৃতি অবশ্যই ইতিবাচক তাড়না ও প্রেরণা জোগায়। সেখান থেকে আত্মবিশ্বাস মেলে।’ তিনি আরও বলেন, ‘গত বিশ্বকাপে কয়েকটি ম্যাচে আমরা অনেক ভালো খেলেছিলাম, কিন্তু একটুর জন্য হেরে গেছি। যেমনÑ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বিশ্বকাপে শ্রীলঙ্কা ছিল না, এবার আছে। ওদের সঙ্গেও আমাদের সব সময় ভালো লড়াই হয়।’
এবারের বিশ^কাপে মোট আটটি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলোÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের খেলাগুলো হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মাঠে। রাজনৈতিক কারণে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন হবে শ্রীলঙ্কায়, বাকিগুলো অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্ন ভেন্যুতে। আটটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ফাইনালসহ ৩১টি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। এরপর হবে ফাইনাল। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলবে। ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের মাচ সাতটি।
নারী বিশ্বকাপে বাংলাদেশের সূচি
২ অক্টোবর, বাংলাদেশ-পাকিস্তান, কলম্বো (বেলা সাড়ে ৩টা)
৭ অক্টোবর, বাংলাদেশ-ইংল্যান্ড, গোয়াহাটি (বেলা সাড়ে ৩টা)
১০ অক্টোবর, বাংলাদেশ-নিউজিল্যান্ড, গোয়াহাটি (বেলা সাড়ে ৩টা)
১৩ অক্টোবর, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, বিশাখাপত্তম (বেলা সাড়ে ৩টা)
১৬ অক্টোবর, বাংলাদেশ-অস্ট্রেলিয়া, বিশাখাপত্তম (বেলা সাড়ে ৩টা)
২০ অক্টোবর, বাংলাদেশ-শ্রীলঙ্কা, ডি ওয়াই পাতিল (বেলা সাড়ে ৩টা)
২৬ অক্টোবর, বাংলাদেশ-ভারত, ডি ওয়াই পাতিল (বেলা সাড়ে ৩টা)
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন