বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:৩২ এএম

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:৩২ এএম

এমবাপ্পের হ্যাটট্রিকে  রিয়ালের বড় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েই কাজাখস্তানের আলমাতিতে গিয়েছিল তারা। তবে ভ্রমণক্লান্তিতে কাবু হয়নি ইউরোপের মহাদেশীয় ফুটবলে সবচেয়ে সফল ক্লাবটির খেলোয়াড়দের। কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারায় রিয়াল। তাদের এই বড় জয়ের নায়ক হ্যাটট্রিকম্যান কিলিয়ান এমবাপ্পে।

রিয়াল বড় জয় পেলেও প্রথম গোলের সুযোগ পেয়েছিল প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলা কাজাখ ক্লাবটিই। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মাথায়ই থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন দাস্তান সাতপায়েভে। এক মিনিট পর জর্জিনিও গোলের চেষ্টা করেন। তবে ২৫ মিনিটে শেরখান কালমুরজা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউল করলে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে নেন। ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পে আর একবার সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। ৫২ মিনিটে কোর্তোয়ার লম্বা ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে এমবাপ্পে দ্বিতীয় গোল করেন। ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে হ্যাটট্রিকের একটি সহজ সুযোগ মিস করেন ফরাসি তারকা। ১৫ মিনিট পরই হ্যাটট্রিক পেয়ে যান এমবাপ্পে। ৭৩ মিনিটে আরদা গুলেরের পাসে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ১০ মিনিট পর বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা নিজের প্রথম ইউরোপীয় গোল পেয়ে যান। যোগ করা সময়ে রিয়ালের পঞ্চম গোলটি করেন আরেক বদলি ব্রাহিম দিয়াজ। অন্য ম্যাচে ইতালির আতালান্তা বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে ২-১ গোলে হারিয়েছে।

এদিকে, ইস্তাম্বুলে ২০ বছর পর দুঃস্বপ্নের রাত কাটল লিভারপুলের। তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরে গেল ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ র‌্যামস পার্কে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন গালাতাসারাইয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচটিকে হালকাভাবে নিয়েছিলেন কি না, কে জানে! নয়তো দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহকে শুরুতে বসিয়ে রাখার কথা নয়। যদিও স্লট ম্যাচ শেষে জানালেন, সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকাতেই সালাহ বিশ্রামে রাখতে চেয়েছিলেন। কিন্তু গোল শোধে মরিয়া হয়ে ওঠায় ৬২ মিনিটে সালাহকে নামাতে বাধ্য হন স্লট। একই সময়ে আলোচিত স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককেও নামান। তবে গালাতাসারাইয়ের জমাট রক্ষণের সামনে কেউই কাজের কাজটা করতে পারেননি। সম্প্রতি ম্যানচেস্টার সিটি ছেড়ে গালাতাসারাইয়ে যোগ দেওয়া তারকা মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান লিভারপুলকে বড্ড ভুগিয়েছেন। দমিনিক সোবোসলাই, ফ্লোরিয়ান ভির্টৎসদের কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেননি। শেষ দিকে অবশ্য লিভারপুলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলন রেফারি। তবে ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল হলে লিভারপুলকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!