বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:৩৫ এএম

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতল না মেসিরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:৩৫ এএম

৮ গোলের রোমাঞ্চকর  ম্যাচ জিতল না মেসিরা

টরন্টো এফসির বিপক্ষে ড্র করার পর এবার বড় ব্যবধানে হারল ইন্টার মিয়ামি। গতকাল চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এমএলএস ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছে লিওনেল মেসির দল। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও মিয়ামি এই ম্যাচে রক্ষণভাগে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ম্যাচের নবম মিনিটেই শিকাগো গোল করার সুযোগ পেলেও মিয়ামির গোলকিপার অস্কার উস্তারি দারুণ সেভ করে তা ঠেকিয়ে দেন। তবে বেশিক্ষণ দলকে রক্ষা করতে পারেননি উস্তারি। ম্যাচের ১১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি’আভিলা। এরপর ছোট ছোট আক্রমণে মিয়ামিকে চাপে রাখে সফরকারীরা। ২০তম মিনিটে মেসির ফ্রি-কিক ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার।

মিয়ামি দ্বিতীয় গোল হজম করে ৩১তম মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন জোনাথান ডিন। তবে ৩৯তম মিনিটে ১ গোল শোধ দেন মিয়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে ৪৩তম মিনিটে আরও একটি গোল করে শিকাগো। ডি-বক্সের ভেতরে মিয়ামির দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন কুয়ামে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ দিয়ে মিয়ামি ম্যাচে দারুণভাবে সমতা ফিরিয়েছিল। দলের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন। প্রথমটি আসে রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে এবং পরের গোলের সহায়ক ছিলেন আলবা। স্কোরলাইন তখন ৩-৩! কিন্তু ম্যাচের শেষ দিকে আবারও ভেঙে পড়ে মিয়ামির রক্ষণ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মাত্র তিন মিনিটের ব্যবধানে আরও ২ গোল হজম করে তারা। ৮০তম মিনিটে জাস্টিন রেনল্ডস এবং তার তিন মিনিট পর ব্রায়ান গুতেরেস গোল করে শিকাগোর ৫-৩ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। ৩২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে শিকাগো। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে মেসির মিয়ামি।

রূপালী বাংলাদেশ

Link copied!