মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:০২ পিএম

নিরুত্তাপ-আমেজহীন নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:০২ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবি সভাপতি বুলবুল

নিরুত্তাপ, আমেজহীন এক নির্বাচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। একপেশে নির্বাচনে যারা আলোচনায় ছিলেন, তারাই বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। আর পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুলই। সভাপতি পদে আর কোনো প্রার্থী ছিল না। চার মাস আগে ফারুক আহমেদের জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি সভাপতি হয়েছিলেন বুলবুল। সভাপতি হিসেবে প্রথম দায়িত্ব নেওয়ার পর নির্বাচনে অংশ নেবেন না বলে ইচ্ছার কথা বলেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু আবার বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এক নির্বাচনে জিতে চার বছরের জন্য বিসিবির সভাপতির চেয়ারে বসলেন বুলবুল।

অন্যদিকে, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওতে বিসিবি ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। আগামী চার বছর তাদের নির্বাচিত পরিচালকদের নেতৃত্বে চলবে ক্রিকেট বোর্ড। আগের দিন এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান নির্বাচন থেকে সরে যাওয়ায় জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বিসিবি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। দুজনেই ১৫টি করে ভোট পেয়েছেন। বিভাগীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হলেন- মোখলেসুর রহমান (রাজশাহী) ও হাসানুজ্জামান (রংপুর)। এই ক্যাটাগরি থেকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর (চট্টগ্রাম), আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান (খুলনা), রাহাত শামস (সিলেট) ও সাখাওয়াত হোসেন (বরিশাল)।

বিসিবি নির্বাচনের সবচেয়ে বেশি আলোচনা ও বিতর্ক হয়েছে ক্লাব ক্যাটাগরিকে ঘিরে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থিরা নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ক্লাব ক্যাটাগরির নির্বাচন হয়েছে একপেশে। ছিল না কোনো উত্তাপ-উত্তেজনা। এই ক্যাটাগরি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ছিলেন ১৭ জন। এর মধ্যে তিনজন এক দিন আগেই নির্বাচন থেকে সরে যান। অর্থাৎ ১৪ থেকে অনুমিতভাবেই ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে ৭৬ ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন। তাদের ৩৫ জনই সরাসরি না এসে ই-মেইলের মাধ্যমে ভোট দেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেনÑ ইশতিয়াক সাদেক (৪২ ভোট), আদনান রহমান দিপন (৪০ ভোট), আবুল বাশার (৪০ ভোট), আমজাদ হোসেন (৪০ ভোট), শাহনিয়ান তানিন (৪২ ভোট), মকসেদুল কামাল (৪১ ভোট), ফয়াজুর রহমান (৪২ ভোট), এম নাজমুল ইসলাম (৩৭ ভোট), ফারুক আহমেদ (৪২ ভোট), মঞ্জুর আলম (৩৯ ভোট), মেহরাব আলম চৌধুরী (৪১ ভোট) ও ইফতেখার রহমান মিঠু (৩৪ ভোট)। এ ছাড়া, ক্যাটাগরি ‘সি’ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৪৫ ভোটের মধ্যে ৩৫ ভোট পেয়েছেন তিনি। তিনি হারিয়েছেন দেবব্রত পালকে, যিনি পেয়েছেন ৭ ভোট। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজনকে পরিচালক হিসেবে মনোনয়ন করা হয়েছে। তারা হলেন- ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ভোটগ্রহণ শেষে পরিচালকদের সভায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!