এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শারমিন কেয়া। বিশেষত ফোক ও ইংরেজি গানে অনবদ্য তিনি। যারা ফোক গান শুনতে ভালোবাসেন কিংবা যারা ইংরেজি গান শুনতে ভীষণ পছন্দ করেন তাদের কাছে ভীষণ প্রিয় এক নাম শারমিন কেয়া।
এই গায়িকা সবসময়ই মৌলিক গান প্রকাশে বিশ্বাসী। যে কারণে প্রতিবছরই তিনি মৌলিক গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় শিগগিরই তার নতুন মৌলিক গান ‘মর্জি’ প্রকাশ পেতে যাচ্ছে। ‘থেকো না তোমার ভেতর/পড়ে আছে ড্যান্স ফ্লোর/নাচে গানে পার্টি মাতাও/যেমন খুশি তেমন রও’ এমন শিরোনামের গানটি লিখেছেন মাহমুদ শাওন। সুর ও সংগীত করেছেন আমজাদ হোসেন।
শারমিন কেয়া বলেন, ‘মর্জি গানটির কথা আমার খুবই ভালো লেগেছে। যথারীতি আমজাদ ভাই চমৎকার সুর করেছেন। সবমিলিয়ে শ্রোতা-দর্শকের ভালো লাগার মতোই একটি গান হয়েছে। মূলকথা এটি একটি সময়োপযোগী গান। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
শারমিন কেয়া জানান, এই মুহূর্তে খুব বেশি স্টেজ শোতে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন না। তারপরও তিনি আগামী ৯, ১১, ১৩ ও ১৬ অক্টোবর স্টেজ শোতে পারফর্ম করবেন। মঞ্চে ফোক ও ইংরেজি গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও নিজের মৌলিক গানের প্রতি তার আগ্রহ বেড়েছে। মৌলিক গান প্রকাশের দিকে তিনি অনেকটাই মনোযোগী এখন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন