চলতি বছরের মে মাসে অপারেশন সিন্দুর পরিচালনা করার সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হওয়ার কারণে ভারত রাশিয়া থেকে আরও ৫টি অত্যাধুনিক এ সিস্টেম কেনার বিষয়টি বিবেচনা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আসছে ডিসেম্বরে ভারত সফর করবেন। তার এ সফরের এই সিস্টেম কেনার বিষয়ে আলোচনা হতে পারে। যদিও ২০১৮ সালে স্বাক্ষরিত পাঁচটি ইউনিট কেনার চুক্তির ওপর ভিত্তি করেই এগুলো কেনার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে, সংশ্লিষ্ট আরেকটি সূত্র দাবি করেছে, ভারত তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আবারও নজর দিচ্ছে রুশ প্রযুক্তির দিকে।
সে ক্ষেত্রে ৫টি এস-৪০০-এর পাশাপাশি আরও উন্নত ভার্সন এস-৫০০ ব্যবস্থা কেনারও পরিকল্পনা করছে ভারত। তা ছাড়া, রুশ প্রযুক্তির প্রতি ভারতের আস্থা এখানেই শেষ নয়। এস-৪০০-এর পাশাপাশি নয়াদিল্লি বর্তমানে রাশিয়া থেকে ২০০ কিলোমিটার পাল্লার আরভিভি-বিডি মিসাইল কেনারও পরিকল্পনা করছে। এ মিসাইলগুলো ভারতের সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের সক্ষমতা বহুগুণ বাড়াবে, যা পাকিস্তান ও চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতে আকাশে আধিপত্য বজায় রাখতে সহায়ক হবে।
পাকিস্তানের সঙ্গে চার দিনের সীমান্ত উত্তেজনাকালে এস-৪০০ সিস্টেমগুলো ভারতের বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো রক্ষায় বড় ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে সময় দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের প্রশংসা করে বলেন, ‘এস-৪০০-এর মতো আধুনিক প্ল্যাটফর্মগুলো ভারতের নিরাপত্তাকে অভূতপূর্ব শক্তি দিয়েছে। আজ একটি শক্তিশালী নিরাপত্তা ঢালই ভারতের নতুন পরিচয়।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন