গতকাল মঙ্গলবার বুয়েটের শেরেবাংলা হল চত্বরে শেরেবাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্মিত আবরার ফাহাদ স্মৃতিফলকের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান প্রধান অতিথি থেকে স্মৃতিফলকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আবরার ফাহাদের সাহস, ন্যায় ও আদর্শের প্রতি অঙ্গীকারকে ধারণ করে নির্মিত এ স্মৃতিফলক ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা আয়োজক ও উপস্থিত সবার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন