নওগাঁর ধামইরহাটে ধানখেত থেকে নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান। পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিহত নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যার পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে মঙ্গলবার ভোরে নিহতের মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন