শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় সাংবাদিকদের অংশগ্রহণে মানিকগঞ্জে টাইফয়েড ভ্যাকসিনেশন-বিষয়ক দিনব্যাপী কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জানানো হয়, চলতি মাসে মানিকগঞ্জে ৪ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
তবে ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর থাকলে, অঅগে কোনো টিকা নেওয়ার পর অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিলে, টিকা নেওয়ার দিন অসুস্থ থাকলে এবং গর্ভবতী বা দুগ্ধদানকারী মা টিকা নিতে পারবেন না। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার প্রমিতি সরকার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন