বিসিবি নির্বাচনের পর গতকাল ২৩টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল-প্রধানের দায়িত্বসহ তিন কমিটির দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু। সর্বশেষ বোর্ডে বিপিএল-প্রধান ছিলেন সাবেক পরিচালক মাহবুবুল আনাম। এবার নির্বাচনে অংশ নেননি তিনি। তবে পরিচালক নির্বাচিত হওয়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন বুলবুল। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আগে থেকেই এই কমিটির দায়িত্বে থাকা নাজমূল আবেদীনকে।
আরেকটি গুরুত্বপূর্ণ কমিটি গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন নারী উইং-প্রধানের দায়িত্ব। ফারুকের কোনো কমিটিতে না থাকা প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু জানান, ‘স্বাভাবিকভাবে বোর্ডের সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়, উনিই ভালো বলতে পারবেন।’ ফারুক অবশ্য পুরো সভায় ছিলেনও না। ব্যক্তিগত কাজ থাকায় সভা শেষ হওয়ার আগেই চলে যান তিনি। মিঠু আরও জানান, বিভিন্ন কমিটির চেয়ারম্যানরাই ঠিক করবেন কমিটির বাকি সদস্য কারা হবেন।
তবে তিনি জানিয়েছেন, বিসিবির কাউন্সিলরদের যারাই কাজ করতে আগ্রহী, তাদের বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে।
বিসিবি পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বে:
ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম
ক্রিকেট অপারেশনস কমিটি: নাজমূল আবেদীন
অর্থ কমিটি: এম নাজমুল ইসলাম
ডিসিপ্লিনারি কমিটি: ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট কমিটি: ইসতিয়াক সাদেক
বয়সভিত্তিক ক্রিকেট: আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম
ফ্যাসিলিটিজ কমিটি: শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি: শাখাওয়াত হোসেন
অডিট কমিটি: মুখলেসুর রহমান
নারী উইং: আবদুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি: ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
মেডিকেল কমিটি: মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: আবুল বাশার
মিডিয়া কমিটি: আমজাদ হোসেন
সিসিডিএম: আদনান রহমান
ফিজিক্যালি চ্যালেঞ্জ: ক্রিকেট কমিটি, জুলফিকার আলী খান
বাংলাদেশ টাইগার্স: রাহাত শামস
ওয়ালফেয়ার কমিটি: মুখছেদুল কামাল
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন