বরগুনা জেলার প্রবেশমুখে ডিবি পুলিশের চেকপোস্টে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কক্সবাজার থেকে ইয়াবার চালানটি বহন করে বরগুনায় আনছিলেন বলে জানা যায়। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর হাওলাদার। তিনি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে জেলার বেতাগী উপজেলার চান্দখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ চেকপোস্ট বসায়। উপ-পরিদর্শক বিকাশ কর্মকার ও উপ-পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাত সাড়ে বারোটার দিকে সড়কের পাশে শংকর মালির পানের দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা প্যাকেট তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং জাহাঙ্গীরকে বেতাগী থানায় সোপর্দ করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন