নারী বিশ্বকাপে সোবহানা মোস্তারি ও ফাহিমা খাতুনের দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব র্যাঙ্কিংয়েও পড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সোবহানা। সবশেষ তিন ম্যাচেই উইকেট নিয়ে বোলারদের তালিকায় এগিয়েছেন লেগ স্পিনার ফাহিমা। নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ এগিয়ে এখন ৭০তম স্থানে আছেন সোবহানা। আর ১৮ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় এখন ২৭ নম্বরে ফাহিমা। ব্যাটারদের র্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে ফাহিমার।
৭ ধাপ এগিয়ে এখন তিনি ৯২তম স্থানে। এ তালিকায় বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। বোলারদের মধ্যে আরেক লেগ স্পিনার রাবেয়া খান ৩ ধাপ এগিয়েছেন। এখন ১৮তম স্থানে আছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ফাহিমা ও রাবেয়া দুজনেরই উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রাবেয়া এবং ১৫ ধাপ এগিয়ে তার পরেই ফাহিমা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮ চারে ৬০ রানের ইনিংস খেলেন সোবহানা। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। তবে ওই ফিফটিতেই র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সোবহানা। গত সপ্তাহে খেলা তিন ওয়ানডের দুটিতে ব্যাটিংয়ে নেমে যথাক্রমে ৭ ও ৩৪ রান করেন ফাহিমা। তিন ম্যাচে ৩০, ৩ ও ৫০ রান করা শারমিন আক্তার বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে। টপ অর্ডার এ ব্যাটারের অবস্থান ৩১তম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলে ব্যাটারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ভারতের স্মৃতি মান্ধানা। দুই ও তিন নম্বরে যথাক্রমে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও অস্ট্রেলিয়ার বেথ মুনি। ভারতের বিপক্ষে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে জেতা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি ৯ ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে।
ওই ম্যাচে ১৪২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি। অন্যদিকে, বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে নাহিদা আক্তার। ২ ধাপ পিছিয়ে এখন ১১তম স্থানে আছেন বাঁহাতি স্পিনার। গত সপ্তাহে খেলা তিন ম্যাচে কেবল তিনটি উইকেট নিতে পেরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেওয়া রাবেয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধরেন এক শিকার। ফাহিমার সবশেষ তিন ওয়ানডেতে প্রাপ্তি মোট ৫ উইকেট। গত সপ্তাহে উন্নতি করা পেসার মারুফা আক্তার এবার পিছিয়ে গেছেন ৪ ধাপ, আছেন যৌথভাবে ৪৫ নম্বরে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন