মুন্সীগঞ্জের গজারিয়ায় গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জিস্ট পলিটেকনিকে গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এই সময় শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিতকরণে লক্ষ্যে মতবিনিময় সভা করা হয়। পরে উপস্থিত অতিথিদের তত্ত্বাবধানে পলিটেকনিক প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণ করা হয়। জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় ও গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আক্তার তিথি, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান, জিস্ট পলিটেকনিক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মামুন শরীফ, হোসেন্দী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মাহবুল খান, গজারিয়া সচেতন সমাজ আহ্বায়ক দেওয়ান হারুন অর রশীদ প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন