বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পাবনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৩৯ এএম

সরকারি বাসার দরজা-জানালা খুলে নিয়ে গেলেন প্রকৌশলী

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৩৯ এএম

সরকারি বাসার দরজা-জানালা  খুলে নিয়ে গেলেন প্রকৌশলী

*** দরজা-জানালা খুলে নেওয়ায় ভবনটি পরিত্যক্ত এক স্থাপনায় পরিণত হয়েছে

পাবনায় গণপূর্ত বিভাগের একটি স্টাফ কোয়ার্টারের সব দরজা-জানালা ও ইলেকট্রিক্যাল সুইচবোর্ড কানেকশন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই দপ্তরেরই এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। কয়েক মাস আগে ওই প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বদলি হয়ে চলে যান রাঙামাটি গণপূর্ত বিভাগে। যাওয়ার সময় খুলে নিয়ে যান স্টাফ কোয়ার্টারের সব দরজা-জানালা। সম্প্রতি বিষয়টি নজরে আসে স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহরের গোপালপুর এলাকায় অবস্থিত গণপূর্ত উপ-বিভাগ-১ এর কার্যালয়। সেখানেই অবস্থিত স্টাফ কোয়ার্টার। কোয়ার্টারটি কিছুদিন আগেও সচল ছিল। এখন দরজা-জানালা খুলে নেওয়ায় ভবনটি পরিত্যক্ত এক স্থাপনায় পরিণত হয়েছে। জানালা-দরজার কাঠের ফ্রেম পর্যন্ত নেই। নেই ইলেকট্রিক্যাল সুইচবোর্ড কানেকশন।

অফিস সূত্র জানায়, গণপূর্ত উপ-বিভাগ-১ এর প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস কোয়ার্টারটিতে থাকতেন। কয়েক মাস আগে তিনি রাঙামাটি বদলি হন। অপর একটি সূত্র জানায়, বদলি হয়ে চলে যাবার সময় ইব্রাহিম বিশ্বাস নিজেই এসব খুলে নিয়ে গেছেন। পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। একজন প্রকৌশলী যদি নিজেই এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ কী শিখবে। বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত।

একই মত প্রকাশ করে কমরেড জাকির হোসেন বলেন, এটা স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহার। শুধু দরজা-জানালা নয়, এর পেছনে আরও অনিয়ম থাকতে পারে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে জানতে উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসের মুঠোফোনে একাধিক ফোন করলেও তিনি রিসিভ করেনি। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!