জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দর্শকপ্রিয় অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য। নিয়মিত অভিনয় করছেন তিনি। সদ্য বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘গিরগিটি’ নামের নতুন একটি ওয়েব সিরিজ। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। এর মাধ্যমে দুই বছর পর ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
নিজের চরিত্র প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশকে মিলন বলেন, ‘ছোট একটি শহর বিরলপুর। সেই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসেম। ভালো মন্দের মিশেলেই মানুষ। বিরলপুরে হঠাৎ করে শুরু হয় একের পর এক খুন। যেখানে আগে কখনো খুন হয়নি। পরপর এমন খুনের ঘটনায় ওসি হাসেম অস্থির হয়ে ওঠে। ঢাকা থেকে আসে গোয়েন্দা কর্মকর্তা। এমন পরিস্থিতি কীভাবে সামাল দেবে সে বুঝে উঠতে পারে না। ওসি হাসেম যাকে আপাত দৃষ্টিতে দেখতে খারাপ মনে হয়, তারও একটা ব্যক্তিগত সংকট থাকতে পারে; যা আমরা কেউই অনুভব করতে পারি না। ওসি হাসেম তেমনই একটা চরিত্র। যেখানে তিনি একদিকে যেমন দুর্নীতিগ্রস্ত সিস্টেমের একজন সহযোগী অন্যদিকে, তিনি নিজেই সেই সিস্টেমের ভিক্টিম।’
তিনি আরও বলেন, ‘অনেক দিন পর দারুণ একটি গল্পে কাজ করেছি। আমার চরিত্রটি দর্শক উপভোগ করবেন।’ মিলন অভিনীত বিভিন্ন টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘অচিনপুর’, ‘নামে চালাক কামে বোকা’, ‘কলেজ রোড’ ও ‘পাল্টা হাওয়া’। এ ছাড়া নিয়মিত একক নাটকে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি এই অভিনেতা নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। আগামী শনিবার থেকে চট্টগ্রামে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে একটানা দশদিন শুটিং করে রংপুর সৈয়দপুরে আরও ১৫ দিনের শুটিং করবেন বলে জানান এই অভিনেতা। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান।
মিলন বলেন, ‘ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছি না। দুই বছর আগে ‘কাবাডি’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছিলাম। মাঝে আর কাজ করা হয়নি। দীর্ঘ সময় পর ‘গিরগিটি’ করলাম। তখন কাবাডি ওয়েব সিরিজটিতে অনেক প্রশংসা পেলেও ওটিটি থেকে তেমন একটা ডাক পাই নাই। সত্যি বলতে এখন সব জায়গায় একটা সিন্ডিকেট মেনে নিয়ে করে চলতে হয়। আর আমি বিশ্বাস করি শিল্পীর কোনোদিন কোনো সিন্ডিকেট হয় না। ওটিটিতে সেভাবে ডাক না পেলেও টেলিভিশনের নাটক নিয়ে বেশ ব্যস্ত আছি।’
ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি মিলনের মনোনিবেশ ছিল। দশম শ্রেণিতে অধ্যয়নকালে থিয়েটার গ্রুপ চিত্রা থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। দীর্ঘ ৮ বছর মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ৫ বছর বিভিন্ন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন। এরপর অভিনয় ও নির্মাণে নাম লেখান। সেই থেকে শুরু এখনো চলছে।
মিলন অভিনীত প্রথম সিনেমার নাম ‘গ্যাংস্টার রিটার্ন’। এরপর ‘অবতার’, ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় গৃহপরিচারক মোকাম্মেল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। সেই চরিত্রে নিখুঁত অভিনয়ের জন্য মিলনকে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক’ চরিত্রে পুরস্কৃত করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন