জেন-জি প্রজন্মের তরুণদের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজোয়েলিনা পালিয়ে নির্বাসনে যাওয়ার কয়েক দিনের মাথায় মাদাগাস্কারের সামরিক বাহিনীর একজন কর্নেল দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের উচ্চ সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনাকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেন। এ শপথের মাধ্যমে আন্ড্রু রাজোয়েলিনার পলায়ন, তাঁকে অভিশংসন এবং সামরিক বাহিনীর হস্তক্ষেপের মতো অস্থির এক সপ্তাহের সমাপ্তি ঘটল।
গত কয়েক সপ্তাহে বিদ্যুৎ ও পানির ঘাটতি নিয়ে চলা গণবিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। জাতিসংঘ জানিয়েছে, আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
গতকাল আদালতে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয়। সেখানে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিনিধিরা রাজনীতিবিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেন।
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিবো থেকে আলজাজিরার ফাহমিদা মিলার জানান, রান্দ্রিয়ানিরিনা তার পোশাক ও অনুষ্ঠানের স্থান অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্বাচন করেছেন। তিনি সামরিক পোশাকের বদলে বেসামরিক স্যুট পরেছিলেন।
ফাহমিদা মিলার বলেন, ‘আমার মনে হয়, তিনি এ ধারণা প্রতিষ্ঠা করতে চাইছেন যে শপথগ্রহণ ও ভবিষ্যতে নতুন সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবিধানিক নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। এটি তাঁর কাছে গুরুত্বপূর্ণ।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন