শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১১:৫৬ পিএম

আরপিও সংশোধন, পলাতক আসামি নির্বাচনে অযোগ্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১১:৫৬ পিএম

আরপিও সংশোধন, পলাতক  আসামি নির্বাচনে অযোগ্য

  • ইভিএম বাতিল, ‘না’ ভোট ফিরল
  •  শ্রম আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয়সহ পাঁচ আইন অনুমোদন

আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’সহ শ্রম আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইনে নীতিগত বা চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইনগুলোর মধ্যে তুলনামূলক গুরুত্বপূর্ণ আরপিওতে পলাতক আসামিকে নির্বাচনে প্রার্থিতা করা থেকে অযোগ্য করা হয়েছে। পাশাপাশি কোনো আসনে শুধু একজন প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন না। এ জন্য আরপিওতে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোট।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আজকের (গতকাল) বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-২০২৫ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয়, দুর্নীতি দমন কমিশন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন তিনটির খসড়া নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।’

আরপিওতে বড় পরিবর্তন: ইভিএম বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল

আইন উপদেষ্টা জানান, নতুন সংশোধনীতে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান সম্পূর্ণ বাতিল করা হয়েছে। একই সঙ্গে পুনর্বহাল করা হয়েছে ‘না ভোট’ ব্যবস্থাÑ যাতে কোনো নির্বাচনি আসনে একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে পছন্দ না করলে ‘না ভোট’ দিতে পারেন। সেই ক্ষেত্রে পুনরায় ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই ‘না ভোট’ বিধান ফিরিয়ে আনা হয়েছে। ভোটারদের হাতে থাকবে প্রকৃত পছন্দ প্রকাশের সুযোগ।

সংশোধনীতে আরও বলা হয়েছেÑ পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয়, সম্পত্তি ও ব্যয়ের হিসাব দিতে হবে হলফনামায়, যা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। আইন উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, জনগণ যেন অনলাইনে জেনে নিতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা। এই স্বচ্ছতাই আমাদের মূল লক্ষ্য।’

নতুন আরপিওতে সেনা, নৌ ও বিমানবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোনো আসনে ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।

আরও পরিবর্তনের মধ্যে রয়েছে: প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান বা চাঁদা দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক। প্রবাসী ভোটার ও নির্বাচনি কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে নতুন বিধান যোগ হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকা-ের পর এখন কার্যক্রম স্বাভাবিক। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে স্কটল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া ও চায়নার সহায়তা নেওয়া হচ্ছে।’

শ্রম আইন সংশোধন: শ্রমিক সুরক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ

উপদেষ্টা পরিষদ সভায় বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। এই আইনকে বলা হচ্ছে ‘যুগান্তকারী উদ্যোগ’, যা শ্রমিকদের অধিকার সুরক্ষিত করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশনসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ড. আসিফ নজরুল বলেন, ‘এই সংশোধনের মাধ্যমে আমরা এমন একটি শ্রমনীতি গড়ে তুলতে চাই, যা একদিকে শ্রমিকদের অধিকার রক্ষা করবে, অন্যদিকে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখবে।’

নতুন শ্রম আইনে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছেÑ গৃহকর্মী ও নাবিকদের শ্রমিকের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নন-প্রফিট সংস্থাগুলোর ক্ষেত্রেও আইন প্রযোজ্য হবে। শ্রমিক ব্ল্যাকলিস্টিং অবৈধ ঘোষণা করা হয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। নারী-পুরুষের বেতনবৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তহবিল গঠন করা হবে। ট্রেড ইউনিয়ন গঠন ও বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় আইন: বিচার বিভাগের স্বাধীনতার নতুন অধ্যায়

সভায় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ নীতিগত অনুমোদন পায়। প্রস্তাবিত আইনে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। পাশাপাশি নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে, যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে পরিচালিত হতে পারে।

আইন উপদেষ্টা বলেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় আইন নিয়ে আমরা প্রায় তিন দশক ধরে কথা বলছি। এবার তা বাস্তবায়নের পথে।’ তিনি জানান, এই আইনসহ দুর্নীতি দমন কমিশন আইন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন অর্থ উপদেষ্টা ও জনপ্রশাসন উপদেষ্টার মতামত নিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপদেষ্টা পরিষদে তোলা হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!