টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সখীপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে এবং সিআরপি চাপাইন, সাভারের (ঢাকা) সহযোগিতায় উপজেলার ১০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনি। এ ছাড়া আরও উস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পলাশ চন্দ্র বর্মন, রিহ্যাব ডেভেলপমেন্ট কর্মকর্তা মোহিত হোসেন রেশাদ, সিআরপি কো-অর্ডিনেটর মোসলেম আলী হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোছা. আর্জিনা আক্তার। প্রতিষ্ঠাতা সভাপতি পলাশ চন্দ্র বর্মন বলেন, সিআরপির সহযোগিতায় সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পর্যায়ক্রমে হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন