সিলেটের বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের জনসভা শেষে এক প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের মধ্যবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় রেমিট্যান্স-যোদ্ধা সাহাব উদ্দিনের প্রতি হওয়া ন্যক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনের পর এলাকাবাসী প্রতিবাদ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, তিলপাড়া ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাহাব উদ্দিনকে (৫০) গণঅধিকার পরিষদের সভায় আগত কিছু বহিরাগত ব্যক্তি অন্যায়ভাবে অপবাদ দিয়ে হেনস্তা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, সুজনের সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন