বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সকালে জে ব্লক, বারিধারার ৯নং রোডে ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা মহিলা দলের আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড. কাইয়ুম আরও বলেন, ‘আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সাবধানে কৌশল অবলম্বন করতে হবে। আমরা জনকল্যাণমূলক কাজ করব এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। নতুন বাংলাদেশে বৈষম্য, অন্যায় বা অত্যাচার থাকবে না। আমরা সকলে মিলে একটি উন্নত রাষ্ট্র গড়ে তুলব, যার নেতৃত্ব দেবেন তারেক রহমান।’ সভায় উপস্থিত ছিলেন ভাটারা থানা মহিলা দলের আহ্বায়ক শাহানাজ সুলতানা, সদস্যসচিব হালিমা আক্তার বেবী, ঢাকা মহানগর উত্তরের বিএনপির যুগ্ম আহবায়ক ও ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মহিলা দলের নেতারা।

 
                            -20251031012936.webp) 
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন