আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজারা। এ দুটি ম্যাচ সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। তবে ক্যাম্পের শুরুতে পাওয়া যাচ্ছে না জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরাকে, একই সঙ্গে দেওয়ান হামজা চৌধুরীকেও। আগামী ৯ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন ইংল্যান্ড-প্রবাসী ফুটবলার হামজা। এর আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে কাবরেরার।
সম্প্রতি হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচ খেলার পর এই স্প্যানিশ কোচ ছুটি কাটাতে নিজ দেশ স্পেনে উড়ে যান। ছুটি কাটিয়ে আগামী ৩ কিংবা ৪ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে তার। অন্যদিকে, ফুটবল ক্যাম্পে পাওয়া যাচ্ছে না কানাডা-প্রবাসী ফুটবলার শমিত সোমকেও। হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ভারতের বিপক্ষে খেলতে পারছেন না ফাহমিদুল ইসলাম। তবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন এই ইতালি-প্রবাসী ফুটবলার। এক ম্যাচের জন্য ক্যাম্পে ফাহমিদুল যোগ দেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
ভারতের বিপক্ষে ম্যাচটি হবে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পঞ্চম ম্যাচ। আগের চারটির মধ্যে দুটি ড্র আর বাকি দুটিতে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। বিদায় নিশ্চিত হয়েছে ভারতেরও। তার পরও বাংলাদেশ-ভারত ম্যাচ বলেই রয়ে গেছে অন্য রকম আবেদন। ভারত ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকায় মিয়ানমার ও আফগানিস্তানের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার সূচি ছিল। কিন্তু মিয়ানমার ঢাকায় এসে খেলতে চায় না।
তাদের অনাগ্রহের কারণে ম্যাচটির বিকল্প ভেন্যু চিন্তা করছে এএফসি। এই ম্যাচের আগে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানরা। মিয়ানমার ঢাকায় না আসায় আর এই ম্যাচটি হচ্ছে না। তাই এখন নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে জামালরা গত সেপ্টেম্বরের শুরুর দিকে নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল।

 
                            -20251031014250.webp) 
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন