শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:৪৪ এএম

কেইনের জোড়া গোলে অনন্য কীর্তি বায়ার্নের

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:৪৪ এএম

কেইনের জোড়া গোলে  অনন্য কীর্তি বায়ার্নের

ফর্মের তুঙ্গে আছেন হ্যারি কেইন। এবার জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোড়া গোল উপহার দিলেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। কেইনের নৈপুণ্যে বায়ার্ন ৪-১ গোলে হারাল কোলনকে। এতে টানা জয়ের অনন্য কীর্তি গড়ল জার্মান জায়ান্টরা। এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি ম্যাচ খেলে প্রতিটি জিতল বায়ার্ন। ফুটবল ইতিহাসে কোনো ক্লাবের জন্য মৌসুমের সেরা শুরুর অন্যতম রেকর্ড এটি। শীর্ষ লিগগুলোর মধ্যে দারুণ এক কীর্তি হয়েই গেছে বায়ার্নের এই জয়ে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই প্রথম টানা ১৪ জয়ে মৌসুম শুরু করল কোনো দল। ১৯৯২-৯৩ মৌসুমে টানা ১৩ জয়ে আগের রেকর্ড ছিল এসি মিলানের, যে দলে খেলতেন ফ্র্যাঙ্কো বারেজি, পাওলো মালদিনি, ফ্রাঙ্ক রাইকার্ড, মার্কো ফন বাস্তেন, রুড খুলিতের মতো কিংবদন্তিরা।

কোলনের বিপক্ষে ম্যাচের আধা ঘণ্টা যেতে না যেতেই পিছিয়ে পড়ল বায়ার্ন। জেগে ওঠার জন্য এই ধাক্কাই হয়তো প্রয়োজন ছিল তাদের। সেই গোল শোধ করে দ্রুতই এগিয়ে গেল তারা। দুর্দান্ত ফর্মে থাকা কেইন উপহার দিলেন জোড়া গোল। ৩১ মিনিটে কোলন এগিয়ে যাওয়ার পর বায়ার্নকে সমতায় ফেরান লুইস দিয়াস। যদিও রিপ্লেতে দেখা গেছে, পরিষ্কার অফসাইড ছিলেন তিনি। তবে জার্মান কাপের ম্যাচে এই পর্যায়ে ভিএআর নেই। পরের দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে থাকবে ভিডিও রেফারির সহায়তা।

তিন মিনিট পর কেইনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৫৩ মিনিটে গোলকিপারকে একা পেয়েও ওপর দিয়ে মেরে দেন দিয়াস। ১১ মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান কেইন। চলতি মৌসুমে ১৪ ম্যাচেই ইংলিশ ফরোয়ার্ডের গোল হয়ে গেল ২২টি! ৭২ মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন মাইকেল ওলিসে। রেকর্ড গড়েই ক্ষান্ত নন বায়ার্ন। ম্যাচের পর ডিফেন্ডার ইয়োনাথান বললন, ‘আমরা সব সময় ক্ষুধার্ত এবং সব সময় জিততে চাই। কখনোই সন্তুষ্ট নই। এই ম্যাচ জিতে আমরা খুশি। তবে মনোযোগ দেব পরের ম্যাচে।’ জয়ের এই ধারা ধরে রাখার পথে সামনেই অবশ্য দুটি কঠিন বাধা বায়ার্নের। শনিবার বুন্ডেসলিগার ম্যাচে তাদের প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন, চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার তারা লড়বে পিএসজির মাঠে।

রূপালী বাংলাদেশ

Link copied!