কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে ছয় বছর বয়সি শিশু আদিবা জাহান মীম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল সোমবার সকাল ১০টায় সীমানারপাড় গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৌলতপুর, বাঙ্গরা বাজার ইউনিয়ন পরিষদ মার্কেট হয়ে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এর আগে বিক্ষোভকারীরা কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে মানববন্ধনও করেন।
সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না হলে বৃহৎ কর্মসূচি নেওয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেনÑ মুরাদনগর উপজেলার বেনাপোলি আহ্বায়ক মহউিদ্দিন অঞ্জন, নিহতের বাবা আবু হানফি, মা জান্নাত আক্তার, বাঙ্গরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছরি এবং শিক্ষক নুরুল ইসলাম নুরু মাস্টার। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দুই হাজারের বেশি নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আদিবা জাহানকে গত ২৪ অক্টোবর শুক্রবার হত্যা করা হয়। সাত দিন পর, ৩০ অক্টোবর পুকুর থেকে তার গলায় ও হাতে রশি বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন