ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রশাসনের অবহেলায় উপজেলা প্রশাসন নির্মিত শিশু পার্কটি এখন মাদকসেবী ও বখাটেদের আড্ডায় পরিণত হয়েছে। দীর্ঘদিন নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। পার্কের ভেতরে শিশুদের বিনোদনের সরঞ্জামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চারপাশে নেই কোনো সীমানাপ্রাচীর, ফলে এটি এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে।
উপজেলা সদরে থানার পাশে অবস্থিত এই পার্কে দিনে গরু-ছাগল চরানো হয়, আর সন্ধ্যার পরপরই শুরু হয় মাদকসেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় চুরি, জুয়া ও মাদকের কারবার বেড়ে গেছে। সম্প্রতি হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানা থেকে দুটি পানির পাম্প চুরির ঘটনাও ঘটেছে।
২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু পার্কটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৮ সালের শেষের দিকে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের কয়েক বছর পর থেকেই পার্কটির অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘শিশুদের জন্য যে পার্কটি তৈরি হয়েছিল, এখন তা ভয়ংকর জায়গায় পরিণত হয়েছে। এখানে সন্ধ্যার পর বখাটে, মাদকসেবী ও ইভটিজারদের আড্ডা বসে। প্রশাসনের তদারকি না থাকায় সাধারণ মানুষও এখন আর এখানে আসে না।’
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া ম-ল বলেন, ‘শিশু পার্ক এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে মাদকসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং আমরা সেখানে তৎপরতা আরও বাড়াব।’
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন বলেন, ‘শিশু পার্কের বিষয়ে আমরা অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন