ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও নগদ টাকাসহ তসলেমা আক্তার (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হুদার নির্দেশনায় এসআই আব্দুস সবুর ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার গভীর রাতে বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আক্তাবুল ইসলামের স্ত্রী তসলেমা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১ লাখ ৯ হাজার টাকা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী তসলেমা আক্তারকে আটক করে। পুলিশ জানায়, ‘আটক মাদক ব্যবসায়ী তসলেমা আক্তার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছিলেন। তার বিষয়ে আমরা আগে থেকেই জানতাম। আমরা তাকে ধরার জন্য সুযোগ খুঁজছিলাম। রোববার দিবাগত রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদক ও নগদ টাকাসহ আটক করতে সক্ষম হই।’
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন