পিরোজপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, ভুট্টা, চীনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মসুর, মুগ, খেসারি, শাক-সবজি ও ফলফলাদির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) এস এম আল-আমীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন