কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকায় পুলিশ এ অভিযান চালায়। পুলিশি এ অভিযানে ১১ পিস ইয়াবা, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭২৫ টাকা উদ্ধার করা হয়। মাদকসহ আটককৃত যুবকের নাম মো. মিঠু মিয়া (২৪)। তিনি উপজেলার গোরকমন্ডল (বাগমারা) এলাকার মো. আবু তালেবের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল (বাগমারা) গ্রামের জনৈক মো. সেলিমের মুদিদোকানের সামনে পাকা রাস্তায় মাদক কারবারি মো. মিঠু মিয়া মাদক নিয়ে ঘোরাঘুরি করছেন। পরে ফুলবাড়ী থানার মাদক উদ্ধার দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন