যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের এক প্রতিবন্ধী পরিবার তাদের তিন বছর বয়সি কিডনি রোগে আক্রান্ত শিশুপুত্রকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।
হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০) দৃষ্টিপ্রতিবন্ধী। ডান চোখে সম্পূর্ণ অন্ধ এবং বাম চোখে সামান্য দেখতে পান। তার স্ত্রী শেফালী খাতুন (৩২) বাকপ্রতিবন্ধী; জিহ্বা ছোট হওয়ায় তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তাদের একমাত্র ছেলে আব্দুর রহমানের বয়স তিন বছর, আর এই শিশুই এখন কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।
পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে আব্দুর রহমান জ¦রে আক্রান্ত হয়। এরপর তার পেটের বাম পাশে তীব্র ব্যথা ও জ¦ালাপোড়া শুরু হয়। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে জানা যায়, তার দুই কিডনিতেই পাথর রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন ছাড়া এই পাথর নির্মূল সম্ভব নয়। এ জন্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা প্রয়োজন।
দৃষ্টিপ্রতিবন্ধী রাজ্জাক বলেন, ‘গ্রামে ও গোগা বাজারে চাঁদা তুলে যতটুকু পারি চিকিৎসা করিয়েছি। এখন হাতে আর এক টাকাও নেই। আমার দেড় কাঠার ভিটেটুকু বিক্রি করলে মাথা গোঁজার ঠাঁই থাকবে না। কিন্তু সন্তানটাকে না বাঁচালে বুকের ভেতর আগুন জ¦লবে।’
তিনি আরও জানান, ২০১৯ সালে তার স্ত্রী শেফালী খাতুনও কিডনি রোগে আক্রান্ত হয়ে অপারেশন করিয়েছিলেন। সে সময়ও প্রচুর টাকা খরচ হওয়ায় পরিবারটি এখন একেবারেই নিঃস্ব।
বর্তমানে অসহায় এই পরিবার সমাজের সবার কাছে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিশু আব্দুর রহমানের চিকিৎসার জন্য সাহায্য পাঠানো যেতে পারে বিকাশ নম্বর ০১৭৪৬-৯১১৮২৪-এ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন