বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০২:১৮ এএম

সিলেটে প্রথম দিন আইরিশদের লড়াই

শেষ বিকেলে স্বস্তির হাসি বাংলাদেশের

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০২:১৮ এএম

শেষ বিকেলে স্বস্তির হাসি বাংলাদেশের

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিলেট টেস্টের প্রথম দিন শেষে স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে বাংলাদেশ। দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। এদিন ক্যাচ মিসের মহড়া দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। গতকাল দুবার জীবন পেয়ে ফিফটি করেছেন পল স্টার্লিং। জীবন পান অভিষেকে ফিফটি করা কেড কারমাইকেলও। এদিন ৫টি ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ৮ ও ১০ রানে জীবন পেয়ে ফিফটি করেন পল স্টার্লিং। ১০ রানে জীবন পেয়ে ফিফটি করেন অভিষিক্ত কেড কারমাইকেল। এ ছাড়া জীবন পান লর্কান টাকার ও জর্ডান নিল। বাংলাদেশের হয়ে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ উইকেট নেন সর্বোচ্চ ৩টি। অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন ২টি উইকেট। ক্যাচ ছেড়েছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশ সাফল্য পায় ম্যাচের প্রথম ওভারে। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে ফেরান হাসান মাহমুদ।

দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন স্টার্লিং ও কারমাইকেল। লাঞ্চের পর প্রথম ওভারে নাহিদ রান ফেরান ৬০ রান করা স্টার্লিংকে। কারমাইকেলকে ৫৯ রানে থামান মিরাজ। এরপর কার্টিস ক্যাম্ফার (৪৪) ও লর্কান টাকার (৪১) ভালো খেললেও ইনিংস বড় করতে পারেননি। দুজনকেই ফেরান মুরাদ। দিনের শেষ বলে জর্ডান নিলকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেট তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেকের দিনটিতে ১৯ বছর বয়সি নিল করেন ৩০ রান। ব্যারি ম্যাককার্থি অপরাজিত থাকেন ২১ রানে।

লিটন দাসের রেকর্ড: গত জুনে গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের পাশে বসেছিলেন লিটন দাস। টেস্টে লিটনের সেটি ছিল ১৫তম স্টাম্পিং। মুশফিকের স্টাম্পিংও ১৫টি। এত দিন এটাই ছিল বাংলাদেশের উইকেটকিপারদের স্টাম্পিংয়ের রেকর্ড। গতকাল সিলেটে সেই রেকর্ডটা একান্তই নিজের করে নিলেন লিটন। হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করেই রেকর্ডটা করেছেন লিটন। বাংলাদেশের উইকেটকিপার চার ওভার পরেই পেয়ে যান ১৭তম স্টাম্পিং শিকার। এবার মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়েছেন লিটন।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের স্টাম্পিংয়ের রেকর্ডটা মুশফিকের। ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। স্টাম্পিংয়ের রেকর্ডে বিশ্বে মুশফিকের অবস্থান চারে। ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) এবং দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১) শুধু স্টাম্পিংয়ের এই রেকর্ডে মুশফিকের ওপরে আছেন। বাংলাদেশের কিপারদের মধ্যে ৪৪ স্টাম্পিং নিয়ে দুইয়ে খালেদ মাসুদ। ৩৪টি স্টাম্পিং করে এর পরই আছেন লিটন। টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ টেস্টে ৫২ বার স্টাম্পিং করেছেন ওল্ডফিল্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!